???? ??????? ? ???? ?????
- প্রত্যহ ইউনিফর্ম পরিধান করে কলেজে আসতে হবে।
- প্রত্যহ প্রতিটি ক্লাসে উপস্থিত থাকতে হবে। মনে রাখতে হবে প্রত্যেক ক্লাসে হাজিরা গ্রহণ করা হয়। ক্লাসে উপস্থিতি ৮০% এর কম হলে বৃত্তি/ উপবৃত্তির তালিকায় নাম পাঠানো হবে না এবং ফাইনাল পরীক্ষায় ফরম পূরণের সুযোগ দেওয়া নাো হতে পারে।
- প্রতিদিনের অনুপস্থিতির জন্য ২০/- হারে জরিমানা আদায় করা হবে। অনিবার্য কারণে অনুপস্থিত থাকলে অভিভাবকের স্বাক্ষরসহ অনতিবিলম্বে আবেদন করতে হবে।
- নিয়মিত সপ্তাহিক/ পাক্ষিক/ মাসিক/ সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে হবে।
- প্রথম বর্ষে দু'টি সেমিস্টার পরীক্ষা এবং বর্ষ সমাপনী পরীক্ষায় অনুষ্ঠিত হবে। পরীক্ষাসমূহে অংশগ্রহণ বাধ্যতামূলক। কমপক্ষে একটি সেমিস্টার পরীক্ষাসহ বর্ষ সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ না হতে পারলে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া হবে না।
- বিজ্ঞান শাখার ছাত্রীদের নিয়মিত ব্যবহারিক ক্লাসে উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে প্রতিদিনের অনুপস্থিতির জন্য ২০/- হারে জরিমানা দিতে হবে। তথ্য প্রযুক্তি এবং গ্রার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে।
- প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রম সমূহে অংশগ্রহণ এবং উপস্থিত থাকা বাঞ্ছনিয়। অফ পিরিয়ডে কমনরুমে খেলা, গ্রন্থাগার বা কম্পিউটার ল্যাব সুবিধা পাওয়া যাবে।
- ক্লাস সময় সকাল ০৯টা হতে অপরাহ্ন ০৩টা। এ সময়ের মধ্যে ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে না।
- সাপ্তাহিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং সাধারণ জ্ঞানের অনুষ্ঠানে অংশগ্রহণ কতে হবে।
- জাতীয় দিবস সমূহ- শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বাংলা নববর্ষসহ অন্যান্য জাতীয় কর্মসূচীতে অংশগ্রহণ করতে হবে।
- রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট এর কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দে'য়া হবে।
- প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ো অন্যান্য ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা সমূহে অংশ গ্রহণের সযোগ প্রদান করা হয়।